প্রকাশিত: Wed, Aug 9, 2023 8:54 PM
আপডেট: Tue, Jan 27, 2026 7:15 PM

তিনটি জরিপেই শেখ হাসিনা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে

জায়েদুল আহসান পিন্টু, ফেসবুক থেকে: জরিপ একটি নয়, যুক্তরাষ্ট্রের হাতে এমন তিনটি জরিপের ফল আছে। একটি করেছে আইআরআই- যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আরেকটি স্টেট ডিপার্টমেন্ট নিজ উদ্যোগে করেছে। অপরটি তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারকে দিয়ে করিয়েছে। তিনটির ফলাফলেই শেখ হাসিনা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছেন। এই ফলাফল যুক্তরাষ্ট্র সরকার যেমন জানে তেমনি শেখ হাসিনাও জানেন।